বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ধরা পড়ছে বিষধর গোখরা, রাসেল ভাইপার, আতঙ্কে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভাবুন তো—সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঘরে একটি গোখরা সাপ, অথবা শুনলেন বাসার গ্যারেজে সাপ ঘুরছে! নিশ্চয়ই ভয় আর আতঙ্কে জমে যাবেন। সম্প্রতি ঢাকার অনেক এলাকাতেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ।

গত চার মাসে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তিন শতাধিক বিষধর সাপ। কারও বাসার ভেতর, কারও গ্যারেজে, আবার কোথাও বহুতল ভবনের নয়তলা পর্যন্তও সাপ পাওয়া গেছে। এসবের মধ্যে পদ্মগোখরা, রাসেল ভাইপার, খৈয়া গোখরা, রাজ কেউটের মতো মারাত্মক বিষধর প্রজাতিও রয়েছে।সাধারণত বর্ষাকালেই সাপ বেশি দেখা যায়। বৃষ্টির পানিতে তাদের গর্ত ভরে গেলে শুকনো জায়গার সন্ধানে সাপ আশ্রয় নেয় মানুষের ঘর বা উঁচু জায়গায়। তবে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এত সংখ্যক বিষধর সাপের উপস্থিতি গবেষকদেরও অবাক করছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বিষয়টিকে ‘অস্বাভাবিক এবং উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঢাকায় কিছু ঝোপঝাড় থাকলে সাপ থাকতে পারে, কিন্তু এত সংখ্যায় পাওয়া সত্যিই চিন্তার বিষয়।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সহযোগী মো. মিজানুর রহমান মনে করেন, শহরের জলাশয়, খাল-বিল ভরাট করে মানুষ সাপের আবাস ধ্বংস করেছে, তাই তারা আশ্রয়ের খোঁজে মানুষের ঘরে ঢুকছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।