বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা আতঙ্কে চাঁদপুর পাসপোর্ট অফিসের কর্মকর্তারা

চাঁদপুর প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা নারী। ছবি: সংগৃহীত

 

নতুন পাসপোর্টের জন্য এসবি ক্লিয়ারেন্স বন্ধ হয়ে যাওয়ার পর রোহিঙ্গা আতঙ্কে রয়েছেন চাঁদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তারা বলছেন, আমাদেরকে এখন সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হচ্ছে। এমন কঠোরতার মধ্যেও মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে এক কর্মকর্তার হাতে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা নারীরা হলেন- কক্সবাজার কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সহিসু আলমের মেয়ে সুবাইরা (১৮) ও সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)।

বুধবার (৫ নভেম্বর) ভোর ৫টায় দুই নারীকে চাঁদপুর সদর মডেল থানা থেকে ক্যাম্পে পৌঁছানোর জন্য পুলিশ কর্মকর্তা ও ফোর্স দিয়ে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এসআই আওলাদ হোসেন। তিনি বলেন, ওই দুই নারীর সাথে আমি কথা বলেছি। তবে তাদের ভাষা বুঝা যায়নি। যতটুকু জানতে পেরেছি তাদের ক্যাম্প এলাকার দালাল সোহাগের মাধ্যমে তারা পাসপোর্ট করার জন্য আসেন। কিন্তু তারা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠিকানায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করায় ধরা পড়েন।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় দুই নারী পাসপোর্ট করার জন্য অফিসে প্রবেশ করেন। এর মধ্যে সুবাইরা পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট, আবেদনসহ অন্যান্য কাগজপত্র নিয়ে আসেন। ভোটার আইডির ভেরিফাইড ও ফটোকপি একই সাথে সংযুক্ত করেন। যদিও ওই এনআইডি শাহরাস্তি উপজেলা রুমা আক্তারের। তারা এসব জালিয়াতির কথা স্বীকার করেন।

পাসপোর্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে দুই নারী বলেন, তাদেরকে সৌদি আরবে নিবেন বলে এক লোক যোগাযোগ করে। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট করার জন্য এসব কাগজপত্র জোগাড় করেন। তারা দাবী করেন ওই লোককে তারা চিনেন না।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, এসবি ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি। তারপরেও আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, যেহেতু গ্রেফতার দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। তাই তাদেরকে আজ ভোরে থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদেরকে সেখানে পৌঁছানোর পর ক্যাম্প তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।