মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশ ডেনিম এক্সপোর’ ১৯ তম আসর শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৫, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ডেনিম শিল্পের বিকাশে নিবেদিত সর্ববৃহৎ প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপোর’ ১৯তম আসর বুধ ও বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুই দিনব্যাপী এই মহা আয়োজনটিতে ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি এবং বৈচিত্র্যময় পণ্যের প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা ও বৈশ্বিক ডেনিম বাজারে শক্তিশালী অবস্থান তুলে ধরা হবে।

এ প্রদর্শনীতে বিশ্বব্যাপী ডেনিম শিল্পের নেতৃবৃন্দ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট অংশীজন একত্রিত হবেন— ডেনিম উৎপাদন, টেকসইতা এবং প্রযুক্তির পরিবর্তনশীল দিক নিয়ে আলোচনার জন্য।

বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের আসরে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতসহ ১০টি দেশ থেকে মোট ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে । এরা মুলত, ফ্যাব্রিক মিল (ডেনিম ও নন-ডেনিম), গার্মেন্টস প্রস্তুতকারক, সুতা উৎপাদক, ওয়াশিং ও লন্ড্রি, অ্যাকসেসরিজ ও ট্রিমস, কেমিক্যালস, মেশিনারি বা প্রযুক্তি এবং লজিস্টিকস ক্যাটাগরিতে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

দুই দিনব্যাপী এই আয়োজনে মোট তিনটি প্যানেল আলোচনা এবং দুটি সেমিনার অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ডেনিম শিল্পের মূল দিকগুলো এবং বৈশ্বিক পরিসরে এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবে।

এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) বেবি রানি কর্মকার ‘ডেনিম রাইজিং: বাংলাদেশস জার্নি টু গ্লোবাল লিডারশিপ’ শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক হিসেবে এক্সপোতে অংশগ্রহণ করবেন। ইপিবিতে তিনি বাণিজ্য সহায়তা, রপ্তানি উন্নয়ন, পণ্য বৈচিত্র্যকরণ এবং টেকসই বাণিজ্য চর্চা সম্প্রসারণের দায়িত্বে রয়েছেন।বাংলাদেশ ডেনিম এক্সপো ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, দীর্ঘ পথচলায় বাংলাদেশ ডেনিম এক্সপো তার উদ্ভাবনী ও অনন্য বৈশিষ্ট্যের কারণে প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এটি আর শুধুমাত্র একটি প্রদর্শনী নয়— এখন এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক ও ক্রেতারা একে অপরের সঙ্গে সংযুক্ত হন। এর ফলে উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রযুক্তির এক অনন্য সমন্বয় সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়তা করছে।

তিনি আরও বলেন, আমরা এক্সপোকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছি, যেখানে টেকসইতা, বৈচিত্র্যময় ডিজাইন এবং বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল রূপ একসঙ্গে প্রতিফলিত হয়। এ বছর এক্সপোতে থাকবে আরও বেশি নতুনত্ব, এবং দর্শনার্থীরা বৈশ্বিক ডেনিম শিল্পে ঘটে চলা সর্বশেষ উন্নয়ন সম্পর্কে জানতে এটি আরও কার্যকর ও সহায়ক বলে মনে করবেন।

প্যানেল আলোচনা

প্যানেল আলোচনা ০১: ‘ডেনিম রাইজিং: বাংলাদেশ’স জার্নি টু গ্লোবাল লিডারশিপ

সঞ্চালক: আরিফ লাবু, সহ-প্রতিষ্ঠাতা, রুহরোজ আরবিটি লিমিটেড

প্যানেল সদস্যবৃন্দ:

• বেবি রানি কর্মকার, মহাপরিচালক (যুগ্ম সচিব) রপ্তানি উন্নয়ন ব্যুরো

• আমির আখতার, গ্রুপ প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), টেক্সটাইলস, জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড

মো. শাখাওয়াত হোসেন মামুন, রিজিওনাল মার্চেন্ডাইজ ম্যানেজার, টার্গেট অস্ট্রেলিয়া

• আজিজুর রহমান খান, প্রতিষ্ঠাতা অংশীদার, এ অ্যান্ড এ গ্লোবাল কনসালট্যান্টস

প্যানেল আলোচনা ০২: ‘টেকনিক্যাল সাপ্লাই চেইন ইস্যুজ’

সঞ্চালক: মোহাম্মদ কামাল উদ্দিন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, টর্ক গ্রুপ

প্যানেল সদস্যবৃন্দ:

• সেলিম সাদি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বেস্টসেলার

• মোহাম্মদ রাকিবুল আলম খান, হেড অফ অপারেশন, ডিজাইনার ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড

• স্টিফেন হিল, জেনারেল ম্যানেজার, ইন্টারন্যাশনাল উলমার্ক

প্যানেল আলোচনা ০৩: ‘ভয়েসেস অব এক্সপেরিয়েন্স: লিডারস ইন ডায়ালগ’

সঞ্চালক: আরিফ লাবু, সহ-প্রতিষ্ঠাতা, রুহরোজ আরবিটি লিমিটেড

প্যানেল সদস্যবৃন্দ:

• সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ডিজাইনার ফ্যাশন লিমিটেড ও ডিজাইনার ওয়াশ লিমিটেড

• মোহাম্মদ জামাল আব্দুন নাসের, গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), শাশা ডেনিমস পিএলসি ও ইওএস টেক্সটাইল মিলস লিমিটেড

• এটিএম মাহবুবুল আলম মিল্টন, নির্বাহী পরিচালক, মাসকো গ্রুপ।

আর্টিস্টিক ফ্যাব্রিক মিলস (প্রা.) লিমিটেড, আজগার্ড নাইন লিমিটেড, বেস্ট টেক্স কেমিক্যালস লিমিটেড, আরগন ডেনিমস লিমিটেড, আজলান ডেনিম লিমিটেড, ব্ল্যাক পিওনি টেক্সটাইল কো. লিমিটেড, বোসা টি.এ.এস., কার্বোবন, চাংঝো তাওশেং টেক্সটাইল কো. লিমিটেড, চাংঝো টেহমি টেক্সটাইল কো. লিমিটেড, চেরি বাটন লিমিটেড, কালার সেন্টার এস.এ., কোটস বাংলাদেশ, দানিস, ডেকো অ্যাক্সেসরিজ লিমিটেড, ডেল্টা টেকনোলজিক উরুনলার কিম, সান, ভে টিক. লিমিটেড, ডেনিম সল্যুশনস লিমিটেড, এক্সপেরিয়েন্স গ্রুপ লিমিটেড, ফোশান ফয়সন টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান গাভা টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান জি.কে.এল (GKL). টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান নানহাই দেইয়াও টেক্সটাইল কো. লিমিটেড, গুয়াংঝো ফেংগু টেক্সটাইল কো. লিমিটেড, গুয়াংঝো এইচ অ্যান্ড এইচ টেক্সটাইল কো. লিমিটেড, হেং ফেং, হারবার্ট কানেগিসার জিএমবিএইচ, আইওয়াইআই ইন্টারন্যাশনাল ট্রেডিং-এফজেডসিও, যমুনা ডেনিমস লিমিটেড, জিয়াংসু টিএইচসি জিপার কো. লিমিটেড, জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, কাইজার, ম্যাকড্রাই ডেসিক্যান্ট লিমিটেড, ম্যাকসা আইডি, মাস্টার টেক্সটাইল মিলস লিমিটেড, ওজন ডেনিম, পায়োনিয়ার ডেনিম লিমিটেড, প্রিন্ট কোরেক্স এস.এল.ইউ., পিওর কেমিক্যালস, রেসাস কেমি, আর.এস.এস. থ্রেড অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড, এস.এ.বি., স্যাফায়ার ফিনিশিং মিলস লিমিটেড, শানডং ওয়েইকিয়াও টেক্সটাইল টেকনোলজি কো. লিমিটেড, শিজিয়াঝুয়াং জিংসেন ডাইস্টাফ কো. লিমিটেড, তাইশিং হুইফেং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কো. লিমিটেড, দ্য উলমার্ক কোম্পানি, ভিটা টেক্সটাইল কো. লিমিটেড, এক্স.ডি.ডি. টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ঝাওঝুয়াং হাইয়ং ডাইনাস্টি টেক্সটাইল কো. লিমিটেড, ঝেজিয়াং জিনসু টেক্সটাইল কো. লিমিটেড, ঝেজিয়াং লিসেন টেক্সটাইল কো. লিমিটেড এবং ঝেজিয়াং জিনলান টেক্সটাইল কো. লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।