শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী নিউমার্কেটে মাদকসহ দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আটককৃতরা হলো-মোহাম্মদ রাকিব হোসেন (৩১) ও মিন্টু ব্যাপারী (৩৫)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম নিউমার্কেট থানাধীন ১৮নং ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫০ গ্রাম গাঁজা ও ছয় হাজার টাকাসহ দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।