আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য থেকে চুরি যাওয়া একটি বিলাসবহুল গাড়ি পাকিস্তানের করাচির রাস্তায় পাওয়া গেছে। ইন্টারপোল ম্যানচেস্টার বিষয়টি নিশ্চিত করে সিন্ধু পুলিশকে গাড়িটি উদ্ধারে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গাড়িটি ২০২২ সালের ২২ নভেম্বর যুক্তরাজ্যের হারোগেট শহর থেকে চুরি হয়েছিল।
ইন্টারপোল ম্যানচেস্টার থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ট্র্যাকিং ডিভাইসের সর্বশেষ সংকেত করাচির সাদ্দার ও করাচি করাঙ্গি সড়কের আশপাশে পাওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।