ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সমতল মাতৃভূমি
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয় স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ সমতল মাতৃভূমি’কে বলেন, অজ্ঞাতনামা ওই যুবকের লাশ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবককে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।
