রাজশাহীর চারঘাটে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী নামের এক যুবক খুন হয়েছেন।
সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত জিশু আলী (২৮) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল ৫টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিশু মারা যান।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলাও বিচারাধীন। এরই মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনি বাবর আলীকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
