শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা কলেজ শাখার সাবেক নেতা ও মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খান। ছবি: সমতল মাতৃভূমি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক নেতা ও মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাহবুব খান ওই এলাকার ফজলুল খানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‘লকডাউনকে’ কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মো. মাহবুব খান তার নিজ ফেসবুক আইডিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টি করার লক্ষে উসকানি ও বিভ্রান্তিমূলক পোস্ট করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, ছাত্রলীগ নেতা মো. মাহবুব খানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ দুটি মামলা রয়েছে। তার গতিবিধিও রহস্যজনক ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।