বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ২১৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

মকবুল হোসেন
নভেম্বর ১২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি সানি (২৬) নামের এক জন আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজতে থাকা ২১৫০ ইয়াবা ট্যাবলেট এবং মোটরবাইক উদ্ধার করা হয়েছে।

জানা গেছে মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল নান্দাইল মডেল থানাধীন মহেশকুড়া এলাকায় হোসেনপুর টু দেওয়ানগঞ্জ সড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সানির মোটরবাইকে লুকিয়ে রাখা ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে ন। আটককৃত সানি কিশোর গঞ্জ নান্দাইলের ভৈরব থানার শম্ভপুর ইউনিয়নের শিবপুর গ্রামের করিম মিয়ার ছেলে। তিনি পিতা-মাতার সঙ্গে নিজ গ্রামে বসবাস করতেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদি হয়ে মাদক আইনে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নান্দাইল থানা গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।