ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি সানি (২৬) নামের এক জন আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজতে থাকা ২১৫০ ইয়াবা ট্যাবলেট এবং মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
জানা গেছে মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল নান্দাইল মডেল থানাধীন মহেশকুড়া এলাকায় হোসেনপুর টু দেওয়ানগঞ্জ সড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সানির মোটরবাইকে লুকিয়ে রাখা ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে ন। আটককৃত সানি কিশোর গঞ্জ নান্দাইলের ভৈরব থানার শম্ভপুর ইউনিয়নের শিবপুর গ্রামের করিম মিয়ার ছেলে। তিনি পিতা-মাতার সঙ্গে নিজ গ্রামে বসবাস করতেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদি হয়ে মাদক আইনে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নান্দাইল থানা গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।
