মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা রয়েছে

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে বুকশেলফ, বই, প্লেট, মগসহ প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠিয়েছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা হল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠাল ছাত্রদল।

উপহারসামগ্রীর মধ্যে আরও রয়েছে, চারটি বুকশেলফ, বিসিএসের পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি প্লেট, ৫০০টি মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ এবং ফার্স্ট এইড বক্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।