কুমিল্লায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) রাতে শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকায় ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮), রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮), এবং বলরামপুর এলাকার মোঃ মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫)।
এর আগে শনিবার দুপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি গ্রেফতার করতে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাঙচুর চালায় মাদক কারবারিরা।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
