বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে তিনদিনে বাজার মুলধন বেড়েছে ১৬১৪ কোটি টাকা 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। চলতি সপ্তাহে পুঁজিবাজারে কার্যদিবস বিবেচিত হবে তিনটি।

এর মধ্যে দুই দিনেই বাজার উর্ধ্বমূখী দেখা গেছে। এতে উভয় বাজারের প্রধান সূচকগুলো ও বাজার মূলধন বেড়েছে। এই তিনদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৪ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪১৫ পয়েন্টে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শেষে এটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস গত বৃহস্পতিবার ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে। এটি বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এই সময়ের ব্যবধানে ২১ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ পয়েন্টে।

চলতি সপ্তাহের তিন কার্যদিবসে এক্সচেঞ্জটিতে গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬২০ কোটি ১১ লাখ টাকা। গত সপ্তাহে যা হয়েছিল ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

এই সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে যা হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।