মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

এনসিপির তোরণে আগুন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থকরা তার বাড়ির কাছে একটি তোরণ নির্মাণ করেন। রোববার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে অগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। ভোরে পথচারীরা ক্ষতিগ্রস্ত তোরণ দেখার পর তা জানাজানি হয়।

এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে।

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।