সাম্প্রতিক নিয়ম বহির্ভূতভাবে গণপূর্ত অধিদপ্তরের তিন সহকারী প্রকৌশলীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অথরাইজড অফিসার পদে প্রেষণে নিয়োগ দেওয়ায় কর্মকর্তা কর্মচারীর মধ্যে অসন্তোষ উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। অভিযোগ উঠেছে, এ পদে নিয়োগ পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, তা তাদের নেই।
রাজউক একাধিক কর্মকর্তারা জানান, রাজউকের অথরাইজড অফিসার পদে কাউকে দায়িত্ব দিতে হলে তাঁকে পূর্ণাঙ্গ নির্বাহী প্রকৌশলী হতে হবে। বেতন গ্রেড হতে হবে পঞ্চম। যাদের পদায়ন করা হয়েছে, তারা প্রত্যেকেই ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। পদবি সহকারী প্রকৌশলী। এ ছাড়া রাজউকে ১১ জন অথরাইজড অফিসার থাকলেও তাদের অকার্যকর করে রাখা হয়েছে। তাদের পদায়ন না করে প্রেষণে নিয়োগের বিষয়টিও রহস্যজনক।
গত বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তিনজনকে রাজউকে পদায়ন করা হয়। তারা হলেন– রকিবুল হাসান, মেহেদী রায়হান নাদিম ও হাসানুর রেজা। তিনজনই গণপূর্তের ঢাকা সার্কেলে সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
রাজউকের নিয়োগ বিধিমালার ১৫ ধারায় বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর থেকে রাজউকে অথরাইজড অফিসার পদে দায়িত্ব দিতে হলে তাঁকে নির্বাহী প্রকৌশলী (পুর) হতে হবে। এ ছাড়া সহকারী প্রধান স্থপতি, উপস্থপতি বা উপনগর পরিকল্পনাবিদ হতে হবে। এর নিচের কেউ অথরাইজড অফিসারের দায়িত্ব পালনের যোগ্য হবেন না।
রাজউকের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালে একবার গণপূর্তের দুই সহকারী প্রকৌশলীকে রাজউকে অথরাইজড অফিসার পদে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছিল। যোগ্যতার ঘাটতি থাকায় তখন তারা রাজউকে যোগ দিতে পারেননি। সেই আদেশ পরে মন্ত্রণালয় বাতিল করে। দ্বিতীয়বারের মতো আবার এমন ঘটনা ঘটল।
এ ব্যাপারে উপসচিব তাসমিন ফারহানা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, পূর্ণাঙ্গ নির্বাহী প্রকৌশলী না হলেও তারা গণপূর্তে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর রাজউকে পদায়ন করা হলেও তারা তো আর নির্বাহী প্রকৌশলীর বেতন পাবেন না। তারা সহকারী প্রকৌশলী পদের বেতনই পাবেন। এখানে নিয়মের বড় ব্যত্যয় হয়েছে, তা বলা যাবে না।
এ ব্যাপারে রাজউকের বোর্ড সদস্য (প্রশাসন) গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম গণমাধ্যম কে বলেন, ‘এই মুহূর্তে দেশের বাইরে আছি। এমন কোনো আদেশের খবর আমি পাইনি। আগামী রোববার অফিস করব। তখন আদেশ দেখে ব্যবস্থা নেব।’
