নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবায় ব্যাপক অগ্রগতির ফলে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান)
মোঃ নজরুল ইসলাম রিপন’ কে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সোসাইটি।
গত ৩ অক্টোবর হাইকোর্ট সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির পক্ষে মোঃ নজরুল ইসলাম রিপন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটিকে। তিনি বলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন প্রাথমিক চিকিৎসকদের ফাস্ট এইড রিফ্রেসার্স ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি জন্য প্রশিক্ষণ প্রতিটি থানা ও জেলায় পরিচালনা করবেন।প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প করে অসহায় মানুষের সেবা করে যাবে। দুর্যোগ মহামারি মুহূর্তে সরকারের সহায়ক হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাবেন। ইতোপূর্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের হাজার হাজার সদস্য জীবনকে বাজি রেখে নিরলসভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন। তবে সব সময় দেশ ও দেশের মানুষকে সেবা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দেশবাসী কে আহ্বান জানিয়ে সকল প্রাথমিক চিকিৎসকদের বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর সদস্য উপযুক্ত সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। প্রাথমিক চিকিৎসা ফাউন্ডেশনের সদস্য হয়ে রিফ্রেসার্স ট্রেনিং করে সঠিক নিয়মে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করার পরামর্শ প্রদান করেছেন। সকল উপস্থিত দর্শকদের সামনে ভবিষ্যতে ইতিবাচক মনোভাব নিয়ে তৃনমুল থেকে তৃনমুলের দোরগোড়ায় পৌঁছতে বদ্ধ পরিকর। বাংলাদেশ হাইকোর্ট সুপ্রীম কোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় করতালি দিয়ে উপস্থিত সবাই সমর্থন জ্ঞাপন করেন।