বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোন এর ব্যাটারি ফুলে গেলে বিকল্প হিসেবে কি ব্যবস্থা নেবেন 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হঠাৎ দেখছেন মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি একটু উঁচু হয়ে গেছে। কিংবা ব্যাটারির অংশটা ফেঁপে উঠছে। বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। এতে ধরে নিতে হবে আপনার স্মার্টফোনের ব্যাটারি আর কার্যকর নয়। ফোলা ব্যাটারি আগুন, বিস্ফোরণ কিংবা রাসায়নিক নির্গমনের কারণ হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির ভেতরে রাসায়নিক উপাদান ও ইলেক্ট্রোলাইট থাকে। দীর্ঘদিন ব্যবহার, অতিরিক্ত চার্জিং বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির ভেতরের রাসায়নিক গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে উঠে এবং ব্যাটারি ফুলতে শুরু করে। এমন পরিস্থিতিতে শুধু ফোনের ক্ষতি নয়, ব্যবহারকারীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।চলুন জেনে নেওয়া যাক, কী কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যায়—

প্রথমত আপনাকে বুঝে নিতে হবে— দীর্ঘ সময় চার্জে রাখার কারণে আপনার ব্যাটারির আয়ু শেষ হয়ে গেছে। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং সস্তা কিংবা অনুমোদনহীন চার্জার ব্যবহারের কারণে শর্টসার্কিট কিংবা অভ্যন্তরীণ ত্রুটি দেখা দিতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি ফুলে গেলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই একমাত্র নিরাপদ সমাধান। ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। কখনো কখনো ব্যাটারি থেকে নির্গত গ্যাস কিংবা তরল ত্বক ও চোখে মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি আশপাশের মানুষের জন্যও ঝুঁকি তৈরি করে।

যা করা উচিত—

১. ফোন বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন (পানির কাছে নয়)।

২. ব্যাটারি পরিবর্তনের জন্য অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

৩. সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে চার্জার খুলে ফেলতে হবে।

৪. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে সতর্কভাবে খুলে ফেলুন।

৫. কোনো অবস্থায়ই ব্যাটারিতে ছিদ্র করবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।