শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে ৪ সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, আটক ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে চারজন সাংবাদিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা এবং নগদ টাকাও ছিনিয়ে নেওয়া যায় সন্ত্রাসীরা।

আজ ২৯ নভেম্বর শনিবার সকালে জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ‘চোরের মোড়’ সংলগ্ন এলাকায় সাংবাদিকগণ সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। ঘটনাস্হলে উপস্থিত হলে হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিএনপি নেতা ছুরহাব উদ্দিন স্বপন মেম্বারের নির্দেশনায় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

স্থানীয় যুবদল পরিচয়দানকারী নেতা হাবিবুর রহমান জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে আক্রমণ করা হয়। সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত সাংবাদিকরা হলেন- ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল আল ফাহাদ, সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানা, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি, রাকিবুল হাসান সুমন ।

আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিয়ে তাদের শারীরিক অবস্থা সামান্য সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ত্রিশাল থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করে মূল অভিযুক্ত স্বপন মেম্বার ও জিয়াসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। বিষয় টি থানার অফিসার ইনচার্জ সমতল মাতৃভূমি’কে নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।