শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন।

কুমিল্লা জেলা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন।

২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয় টমছম ব্রিজ নিউ হোস্টেলের বিপরীত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মোঃ এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর আমিনুল ইসলাম বুলবুল , প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার ইনস্টিটিউট অব চাঁদপুর এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মোঃ আরিফ গাজী, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ঢাকা কেরানীগঞ্জ শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা শাখার কোর্স কো- অডিনেটর মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় ও পরিচালক মোঃ শফিউল আলম এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারী হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডা : শান্তা আক্তার আরোহি, শাখা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম , ইনচার্জ শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মোঃ শিহাবুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতি আহ্বান জানান বক্তারা ।মহামারি করোনা কালীন সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরাই জানেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম রিপন বলেন,গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।