শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৩৬৫০পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩,৬০,৬৪০টাকাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

মকবুল হোসেন
নভেম্বর ৩০, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩,৬৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩,৬০,৬৪০ টাকাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার।

ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩,৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও বিক্রির ৩,৬০৬৪০ টাকাসহ ১ জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। ৩০ নভেম্বর রোববার কোতয়ালী থানাধীন রঘুরাম পুর এলাকায় অভিযান চালায় অধিদপ্তর।

জানা গেছে, ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তানভীর হোসেন খান (৩৫) ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। তানভীর দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে।সে এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তানভীর নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মধুপুর গ্রামের মোঃ আলতাবুর রহমান এর ছেলে। নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন।

এদিকে পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। বারহাট্ট থানা গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।