রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন চলাকালে সংবাদ সংগ্রহে বাধা, হুমকি ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে দলটির দুই নেতার বিরুদ্ধে। আজ সোমবার পর্যটন মোটেলের কক্ষে এ ঘটনা ঘটে।
গত শনিবার এনসিপির ১১৪ সদস্যের রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ওই কমিটির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। এর পর থেকে সাইফুলকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে আন্দোলন করে আসছেন কয়েকজন এনসিপি নেতাকর্মী। এ অবস্থায় আজ বিকেলে জেলার নবগঠিত কমিটি পর্যটন মোটেলের ভেতরে একটি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কক্ষে হাজির হন দুই এনসিপি নেতা। তারা সাংবাদিকদের দ্রুত লাইভ সম্প্রচার বন্ধ, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি গুছিয়ে কক্ষ ত্যাগের নির্দেশ দিতে থাকেন। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ নিয়ে শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষে প্রতিবাদ করেন সাইফুল ইসলামের অনুসারীরা। তারা হুমকি দেওয়া এনসিপি নেতাকর্মীদের মোটেল থেকে বের করে দেন। পরে মোটেলের বাইরে এ নিয়ে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা চলে। পরে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরে এলে জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের বিরুদ্ধে একাংশের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা জড়িত দুজনের বিচার দাবি করেছেন
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, যে দুজন ভেতরে ঢুকে সাংবাদিকদের আপত্তিকর কথা বলেছেন, তারা হলেন– জাতীয় যুবশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব শোয়েব আহমেদ ও মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি।
