৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ময়মনসিংহ ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।এ দিবসটি উদযাপনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত হয়েছে।
উক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরীফ নূর জান্নাত, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন।
আলোচনা শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী শিল্পীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
