গ্রেপ্তার ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি। ছবি: সংগৃহীত
রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তারা হলেন ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি।
গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ইউসুফের বিরুদ্ধে তিনটি ও উজ্জ্বলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জুরাইনের কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে গত সোমবার সন্ধ্যায় পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনের বাসা থেকে বের হন। পথে তাঁকে আটকে পরপর তিনটি গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, স্থানীয় মাদক কারবারি বাপ্পারাজ ওরফে বাপ্পার সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়।
