শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় ঘটনাটি ঘটে।

ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে ডিএনসিসি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে পৌঁছলে ১০০-১৫০ জন দোকানদার ও হকার ম্যাজিস্ট্রেটের গাড়ি ও অভিযানে অংশগ্রহণকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উচ্ছেদে বাধাদানকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে কয়েক দফা ভাঙচুর করে।

ঘটনাটি নিশ্চিত করে ডিএমপির শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।