বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছেন 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একত্রে কাজ করছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীতে এ ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, দুপুরের পরপরই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বর্তমানে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ডিইপিজেডের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।