শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে কোটি টাকা চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্টের বাইগারটেক এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা না পেয়ে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।রোববার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, ক্যান্টনমেন্ট থানার বাউনিয়া মৌজার বাইগারটেকের আজিজ মার্কেট তালতলা এলাকায় আমি দীর্ঘ ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু গত কয়েকমাস যাবৎ জনৈক লিয়াকত আলী বিএনপির নাম ভাঙিয়ে আমার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। তবে আমার আর্থিক অবস্থার কারণে সেটি দেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এতে লিয়াকত আমার ও পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং কিভাবে আমি জমি ভোগদখল করি, তা দেখে নেবে বলে জানায়।

তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে চাঁদাবাজ মোহাম্মদ লিয়াকতের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়। আমি বাধা দিতে গেলে আমাকে আবারও প্রাণনাশের হুমকি দেয় এবং আমাকে বাড়ির দখল ছেড়ে দিতে বলে। যদি আমি দখল ছেড়ে না দেই তাহলে তারা হত্যার হুমকি দেয় এবং বলে এই জমিতে যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাও তাহলে আমাদেরকে ১ কোটি টাকা চাঁদা দিতে হবে।

এমন চাঁদাবাজি, দখল ও প্রাণনাশের হুমকির বিষয়ে আমার বাসার কাছে তাৎক্ষণিক আমি পল্লবী থানায় মামলা করতে গেলে তারা মামলা না নিয়ে আমার কাছ থেকে একটি লিখিত অভিযোগ রাখে। পরবর্তীতে তদন্ত করে মামলা না নিয়ে গত ৩ সেপ্টেম্বর ওই অভিযোগ জিডিতে রূপান্তর করে। এর মধ্যেই গত ৩০ সেপ্টেম্বর থেকে প্রত্যেকদিন গভীর রাতে এই সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মহড়া দিয়ে আমার দেয়াল ভাঙছে । মোহাম্মদ লিয়াকত নিজেকে ক্যান্টনমেন্ট থানা বিএনপির সাবেক সভাপতি পরিচয় দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করছে।

তিনি আরো বলেন, সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় জোর করে আমার জমি দখলের চেষ্টা করতে রাতের বেলায় ভেকু এনে ৬০ ফিটের মত প্রাচীর ভেঙে ফেলেছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্ত লেয়াকত আলী জানান, অভিযোগকারী মোহাম্মদ আলী আমার আপন ভাই। আমাদের পারিবারিক জায়গা জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। কিন্তু তার জমি দখল ও চাঁদা দাবির প্রশ্নই আসে না। এমন অভিযোগ করে তিনি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। এ বিষয়ে স্থানীয় আর্মি ক্যাম্পে অভিযোগ দিবেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।