চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম তাদের গ্রেপ্তার করে। তারা হলেন কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।
গত ৪ ডিসেম্বর নগরের সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন ভূঁইয়ার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে একটি বিশেষ টিম মাঠে নামে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোর রাতে বান্দরবানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, একজন ব্যক্তির নির্দেশে আসামিরা হামলায় অংশ নেন এবং তার মোটরসাইকেলই ঘটনাস্থলে ব্যবহার করেন। মূলত কাস্টমস কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই হামলার পরিকল্পনা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
