শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

কালকিনি (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা চয়ন ইমতিয়াজ ডালিম। ছবি: সমতল মাতৃভূমি

মাদারীপুরের ডাসারে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় চয়ন ইমতিয়াজ ডালিম মাতুব্বর (৩৮) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম খিলগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চয়ন ইমতিয়াজ ডালিম উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম খিলগ্রামের মৃত নূর মাতুব্বরের ছেলে এবং তিনি ডাসার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, আ.লীগ ক্ষমতায় থাকাকালীন দলবল নিয়ে ডাসার বিএনপির কার্যালয় ভাংচুর চালায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমতিয়াজ ডালিম। পরে ওই অফিস ভাংচুরের ঘটনায় মামল হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা চয়ন ইমতিয়াজকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।