স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় দিনের আলোয় অভিনব কায়দায় বিকাশের দোকান থেকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে শেরেবাংলা রোডের তল্লা বাগ মসজিদের নিচে অবস্থিত ‘নাঈম টেলিকম’-এর দোকানে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী দোকানী জুনায়েদ বলেন, প্রতিদিনের মতোই দোকান খুলে বিকাশ লেনদেনের কাজ করছিলেন। দুপুরে বউবাজার এলাকার তামজীদ নামে এক যুবক এসে এক হাজার ৫০০ টাকা পাঠায় একটি নাম্বারে। একটু পর আবার দোকানে এসে গল্পের ছলে ৫০০ টাকা ধার চায়।
জুনায়েদ গণমাধ্যম কে বলেন, আমি বললাম দোকানটা আমার না, টাকা দিতে পারব না। তখন সে জোর করে দোকানের টেবিলের ওপর হেলে পড়ে ক্যাশের দিকে তাকায় । এর কিছুক্ষণ আগেই একজন গ্রাহক দোকানে বিকাশে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন। হঠাৎ তামজীদ ক্যাশ থেকে সেই টাকাটা ছো মেরে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। আমি ধস্তাধস্তি করেও আটকাতে না পারলে সে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অভিযুক্ত তামজীদ বউবাজার এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। এর আগেও সে আমার কাছ থেকে টাকা চাওয়া, মারধর ও হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছিল।
নাঈম টেলিকম’-এর স্বত্বাধিকারী রমজান আলী বলেন, আমি ২০১৭ সাল থেকে এই স্থানে দোকান চালাচ্ছি। ঘটনার সময় আমি বাসায় গোসল করছিলাম। দুপুর ১২টা ২০ মিনিটে আমার ভাতিজা ফোন দিয়ে জানায়, তামজীদ এসে দোকানে ৫০০ টাকা ধার চেয়েছে, না দেওয়ায় জোর করে ক্যাশ থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনার ভিডিও সিসিটিভিতে স্পষ্টভাবে ধরা পড়েছে।
তিনি আরও বলেন, দিন-দুপুরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। আমি চাই পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনুক।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, শেরেবাংলা রোড তল্লা বাগ মসজিদের সামনে একটি বিকাশ দোকানে তামজীদ নামে এক যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, সে দোকানের ক্যাশ থেকে জোর করে টাকা নিয়ে গেছে।
ওসি আরও জানান, তামজীদ নামে ওই যুবককে আমরা এর আগেও একাধিকবার অপরাধমূলক কর্মকাণ্ডে আটক করেছিলাম। দোকানদারের সঙ্গে তার পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।