বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচারক-আইনজীবীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় বিচারক এবং আইনজীবীদের জন্য কালো গাউনসহ বিধি মোতাবেক পোশাক পরা আবারও বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের পোশাক সংক্রান্ত গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।

নতুন নির্দেশনায় সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এখন থেকে সিভিল রুলস অ্যান্ড অর্ডারস এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস-এর বিধান যথাযথ অনুসরণ করে আইনজীবী ও বিচারকদের পোশাক পরতে হবে।

এই নির্দেশনা আগামী ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।