শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচার দাবি, “জুমার পর শাহবাগে বাড়ছে মানুষের ঢল”

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়স ও পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সকালে বিক্ষোভকারীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে নামাজের পর তা কয়েকগুণ বেড়ে যায়। জুমার নামাজের সময় শাহবাগ মোড়েই নামাজ আদায় করেন অসংখ্য আন্দোলনকারীরা। নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। পরে মোনাজাতে নিহত শরিফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়।

এর আগে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমরা সবাই হাদি’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’সহ আরও নানা প্রতিবাদী আহ্বান।

শুক্রবার রাত থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর ফলে ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।