শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘এনসিপির কমিটি থেকে নাম প্রত্যাহারের চেষ্টা, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি,

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শহীদ জিয়াউর রহমানের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এটা তো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর কাপড়ের হাটের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম কাটতে হবে। তা নাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম বলেন, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনে শাপলা কলির প্রার্থী হয়েছেন। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করতে নবগঠিত এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলীসহ দলীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।