বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চায়না ক্যান্টন ফেয়ার ২০২৫ উপলক্ষে উদ্যোক্তাদের প্রাক-যাত্রা আড্ডা ও শেয়ারিং সেশন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন চায়না ক্যান্টন ফেয়ার ২০২৫-কে সামনে রেখে Founder’s Community Club Ltd.-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আয়োজন—“প্রাক-যাত্রা আড্ডা ও শেয়ারিং সেশন”। আগামী ফেয়ারে অংশ নিতে ক্লাবের প্রায় ৫০ জন উদ্যোক্তা ও সদস্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই প্রস্তুতিমূলক আয়োজনটি অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর ২০২৫ তারিখে ক্লাব প্রাঙ্গণে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা চীনের ক্যান্টন ফেয়ার নিয়ে তাদের পূর্ব অভিজ্ঞতা, নতুন ব্যবসায়িক পরিকল্পনা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্যের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। কেউ শেয়ার করেন আমদানি-রপ্তানির নতুন সম্ভাবনা অনুসন্ধানের গল্প, কেউ বা তুলে ধরেন আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ব্র্যান্ডকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার কৌশল।

আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি, ভিসা প্রক্রিয়া, পণ্য উপস্থাপনা, ব্যবসায়িক নেটওয়ার্ক গঠন এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বাস্তব অভিজ্ঞতা। নতুন উদ্যোক্তাদের জন্য এই সেশন ছিল শেখার, অনুপ্রেরণা পাওয়ার এবং আত্মবিশ্বাস গড়ার এক চমৎকার সুযোগ।

উপস্থিত উদ্যোক্তারা মত প্রকাশ করেন—এই সফর শুধু একটি প্রদর্শনীতে অংশগ্রহণ নয়; বরং এটি বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাণিজ্যে প্রবেশের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

🌏 চায়না ক্যান্টন ফেয়ার ২০২৫ নিঃসন্দেহে দেশীয় শিল্প ও উদ্ভাবনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলবে, আর Founder’s Community Club Ltd.-এর এই উদ্যোগ হয়ে থাকবে বাংলাদেশের উদ্যোক্তা বিকাশের এক অনন্য দৃষ্টান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।