শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া

সাঈদ চৌধুরী
ডিসেম্বর ২০, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করেছে পূবাইল মেট্রো থানা বিএনপি।

গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ড এর খিলগাঁও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গভীর আবেগঘন পরিবেশ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও গাজীপুর -৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হাজী মনসুর আলী, যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া ও এম নজরুল ইসলাম, পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান রাজিব, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুল, সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।