বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিমুদ্দিন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ওই প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানান, তার ভাই মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আজ বিকেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে এবং তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন।

বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টার দিকে গণমাধ্যম কে নিশ্চিত করেছেন, তিনি বলেন,গুলির ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।