কিশোরগঞ্জের মিঠামইনে মো. খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্ৰামে ওই যুবককে পিটিয়ে মারাত্মক আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত মো. খোকন তেলিখাই গ্ৰামের মো. আক্কেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তেলিখাই গ্ৰামের কুদ্দুস মিয়ার পরিবার ও খোকনের পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার ৪-৫ পূর্বে খোকন তার ভাবি কুদ্দুস মিয়ার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এর জেরে কুদ্দুস মিয়ার ছেলে জিয়াউর রহমানসহ অন্যান্যরা সকালে তেলিখাই সড়কের পাশের রাস্তায় খোকনকে পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মিঠামইন থানার এসআই অর্পণ বিশ্বাস সমকালকে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
থানার ওসি মো. লিয়াকত আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
