বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউসিবির ৫৬ কোটি টাকা আত্মসাৎ জাবেদের ভাই-বোনের বিরুদ্ধে একদিনে দুদকের আট মামলা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই-বোনের বিরুদ্ধে এক দিনে আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতি করে ৫৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলাগুলো করা হয়। গ্রামের সাধারণ লোককে ব্যবসায়ী সাজিয়ে আসামিদের মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আজ সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাগুলো নথিভুক্ত হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক তদন্ত শেষে দুদক প্রধান কার্যালয়ের কর্মকর্তারা পৃথকভাবে মামলাগুলো করেছেন। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আট মামলার প্রতিটিতে জাবেদের ছোট ভাই ও ইউসিবি ব্যাংকের তৎকালীন পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং আরেক ভাই ও সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরীকে আসামি করা হয়েছে। এছাড়া তিনটি মামলায় জাবেদের বোন ও ব্যাংকের সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরীকে আসামি করা হয়।

মামলার এজাহারে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সেলুন কর্মচারী রাজধন সুশীল, কৃষক মাঈন উদ্দিন, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন ও নুরুল ইসলাম, প্রবাসী সাইফ উদ্দিন, ফুটবল খেলোয়াড় দিদারুল আলম এবং অটোরিকশা চালক আমির হামজার নামে এসব ঋণ নেওয়া হয়। এরপর জাবেদ পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের নামে খোলা একই ব্যাংকের হিসাব নম্বরে সেই টাকা স্থানান্তর করে তুলে নেন। ২০২৩ সালে এই অনিয়ম ও জালিয়াতির সময় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।