চালান ছাড়াই ডিজেল নিয়ে ডিপো থেকে বের হওয়া পিকআপটি মঙ্গলবার আটক করেন স্থানীয়রা ছবি:সংগৃহীত
সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা অয়েল ডিপো থেকে চালান ছাড়াই ১৫টি ড্রামে ৩ হাজার লিটার ডিজেল বাইরে বের করার ঘটনার পর ডিপোর সহকারী ব্যবস্থাপক (অপারেশন্স) মাসুদ হাসান এহসানকে কুমিল্লা অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোয় বদলি করা হয়েছে।
গতকাল বুধবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর, অতিরিক্ত দায়িত্ব) মো. সাদেকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। একই আদেশে ফতুল্লা ডিপোর সহকারী ব্যবস্থাপক (অপারেশন্স) কামরুল হাসানকে গোদনাইলে ডিপোয় বদলি করা হয়। অফিস আদেশে অবশ্য ‘কোম্পানির পরিচালন কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে’ এসব বদলি করা হয়েছে বলে জানানো হয়।
একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলামকে (ডিপো অপারেশন্স) এ তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন ডেপুটি ম্যানেজার (অডিট) মো. গোলাম মহিউদ্দিন এবং ঢাকা রিজিওনাল অফিসের ডেপুটি ম্যানেজার (সেলস) মো. আনোয়ার হোসেন। কমিটিকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর ৭ দিনের মধ্যে পেশ করার নির্দেশনা দেওয়া হয়।
মেঘনা অয়েল ডিপো থেকে গোদনাইল এলাকার রাব্বি ট্রেডার্সের নামে ১৫টি ড্রামে তিন হাজার লিটার ডিজেল ভর্তি করা হয়েছিল। প্রতিটি ড্রামে ছিল ২০০ লিটার করে ডিজেল। অর্থ পরিশোধের চালান ছাড়াই ড্রামগুলো নিয়ে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে পিকআপটি ডিপো থেকে বের হওয়ার পর এলাকাবাসী সেটি আটক করেন। সন্ধ্যার আগে রাব্বি ট্রেডার্সের পক্ষে চালান নিয়ে এলে পিকআপটি ছেড়ে দেওয়া হয়।
এদিকে ওই ঘটনায় সহকারী ব্যবস্থাপক মাসুদ হাসান এহসানকে কুমিল্লায় বদলি করা হলেও ডিপোর আরেক সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান (প্রশাসন) বহাল তবিয়তে রয়েছেন। বিষয়টি জানাজানি হলে ডিপো সংলগ্ন এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন দেখা দেয়। ওই এলাকার একাধিক জ্বালানি তেল ব্যবসায়ীর অভিযোগ, মাহবুবুর রহমান চার মাস আগে এই ডিপোতে যোগদান করার পর থেকে ব্যাপক অনিয়ম ও চালান ছাড়া ডিপো থেকে জ্বালানি তেল বের হওয়ার ঘটনা ঘটছে।
গত মঙ্গলবার জ্বালানি তেলবাহী পিকআপ আটকের পর সন্ধ্যায় ডিপোর ওই দুই কর্মকর্তার অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের অপসারণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসী ও জ্বালানি তেল ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন।
এসব বিষয়ে জানতে ডিপোর সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। খুদেবার্তা পাঠানো হলেও কোনো রেসপন্স করছেন না।
