নাটোরের লালপুরে বিয়ের কথা বলে ডেকে নিয়ে তাম্মি আক্তার নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তাঁর সাবেক স্বামী রবিন হোসেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শোভদিদারপাড়া এলাকার ইউএনও পার্ক-সংলগ্ন রেললাইনে এই নৃশংস ঘটনা ঘটে। এর পরপরই স্থানীয়রা অভিযুক্ত রবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত তাম্মি আক্তার উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। আটক রবিন হোসেন চণ্ডীগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে চট্টগ্রামে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২ বছর আগে তাম্মি আক্তার ও রবিন হোসেনের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে মাত্র এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বৃহস্পতিবার রবিন পুনরায় বিয়ের কথা বলে তাম্মিকে দেখা করতে বলেন। বিকেলে তারা রেললাইন এলাকায় ঘুরতে এলে রবিন তাঁর কাছে থাকা ধারালো চাকু দিয়ে তাম্মির শ্বাসনালি কেটে হত্যা করেন। এ সময় স্থানীয়রা রবিনকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাম্মির লাশ উদ্ধার করেছে। পরে স্থানীয়দের হাতে আটক রবিনকে থানায় নিয়ে আসে। এলাকাটি রেলওয়ের আওতাধীন হওয়ায় বিষয়টি বর্তমানে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ তদারক করছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সাবেক স্ত্রীকে প্রলোভন দিয়ে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রবিন হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
