শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ১১ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩

বান্দরবান জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী সাকিনে জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় পুলিশের অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় পাচারকারী চক্রের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- হাবিব উল্লাহ (১৯), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্ট ব্লকের বাসিন্দা, আলী জোহার (২৮), মো. আবুল হাশেম (৩২), কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম দুইজন রোহিঙ্গা সহোদর ভাই এবং তৃতীয়জন একজন সিএনজি চালক। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে যে, জাল নোট কোথায় উৎপাদিত হয়েছে—দেশের ভিতরে না বিদেশে।

পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।