বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশান থানা এলাকা হতে ৬৫৯ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদক বিরোধী অভিযান চালিয়ে বিদেশি চোরাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছে। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা করছে যার মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মাদকবিরোধী এসকল অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ০৬৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হইতে বাড্ডার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন বাসা নং-১৮, রোড নং-১১১ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি ০১টি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ শাহজাহান (৩৭),পিতা- আঃ খালেক , মাতা- সাবিরন নেছা সাং-নয়নকান্দি , পোঃ মুন্সিগাও থানা- ধোবাউড়া জেলা- ময়মনসিংহ , এপি-বোডবাজার, গাজীপুর’কে ৬৫৯ বোতল (৪৯৪.২৫ লিটার) বিদেশী মদ ও পিকআপসহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।