লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে বেঁধে মেয়েকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আজ রোববার রাতেই ভুক্তভোগীর বাবা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মনিরুল বাশার লিমন (২৭) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
পুলিশ জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা রামগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা কর্মসূত্রে ঢাকায় থাকেন। বাড়িতে স্ত্রী, মেয়ে ও ছেলে বসবাস করেন। অভিযুক্ত মনিরুল বাশার লিমন একই গ্রামের বাসিন্দা। ঘটনার রাতে ভেন্টিলেটর ভেঙে মনিরুল ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘরে ঢোকে। ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী ও তার মাকে ওড়না দিয়ে বেঁধে ফেলে। এবং মেয়েকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রামগঞ্জ থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
