শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

মকবুল হোসেন
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একটি ভ্যানগাড়ি চালক।

গত ২৮ ডিসেম্বর রবিবার রাত সোয়া ৭টায় দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের উপর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এবং আহত ভ্যানগাড়ি চালক (৩৫)। বাড়ি পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৭টায় দিকে বাবু ও রাকিব নামের দুই কিশোর মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে খুরশিদ মহল ব্রিজে উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে মোটরসাইকেল ও ভ্যান গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী বাবু।

এসময় স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যায় সে। এবং ভ্যান গাড়ি চালককে হোসেনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিশোর দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে বইছে শোকের মাতম।ঔঞ্জ

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনার থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।