শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতের রাতে রাস্তার পাশে দুই শিশুকে রাস্তায় ফেলে পালিয়ে গেলেন মা–বাবা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফেলে যাওয়া দুই শিশু। ছবি: সমতল মাতৃভূমি

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে দুই শিশুকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে মা-বাবা। পরে স্থানীয়দের উদ্যোগে শিশু দুটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় রাস্তার পাশে দুই শিশুকে একা বসে থাকতে দেখে স্থানীয়দের নজরে আসে। শীতের মধ্যে শিশু দুটির অবস্থা দেখে উৎসুক জনতা জড়ো হয়। পরে কথা বলে জানা যায়, তারা ভাই–বোন। চার বছরের মেয়েটির নাম আয়শা। এক বছরের শিশুটির নাম মোরশেদ।

আয়শার ভাষ্য অনুযায়ী, তারা সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাবা খোরশেদ আলম ও মা ঝিনুকের সঙ্গে বসবাস করত। রোববার রাতে মা–বাবা তাদের আনোয়ারায় এনে রাস্তার পাশে রেখে চলে যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করে হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে নিয়ে যান। তিনি বলেন, কনকনে শীতের রাতে রাস্তার পাশে দুই শিশুকে বসে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর পর তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, এক বছরের শিশুটি প্রতিবন্ধী।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, উদ্ধারের সময় দুই শিশুই অসুস্থ ছিল। রাতে গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে।

তাঁর ধারণা, অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণেই মা–বাবা শিশু দুটিকে ফেলে গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, শিশু দুটির মা–বাবার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া শিশু দুটিকে উদ্ধার করে সেইভ হোমসহ প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।