শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৯৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, 

মকবুল হোসেন
ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, কর্তৃক ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব -১৪ এর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রাজা মোল্লা(৩৪) ।

গতকাল ২৯ ডিসেম্বর রাত অনুমান ২১.৫৫ টার দিকে অভিযান চালিয়ে আটক করেছেন।

জানা যায়,ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ২১.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাস্থ ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও হতে ভালুকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চালক বেশে মাদককারবারি মোঃ রাজা মোল্লা(৩৪), থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ও দেখানো মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করতঃ বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা।

ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ধৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ মাদক কারবারি কে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা থানার অফিসার ইনচার্জ সমতল মাতৃভূমি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।