বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোহলির জীবনের আলো আনুশকা’, নতুন বছরে কী বার্তা দিলেন?

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবিঃ সংগৃহীত

নতুন বছরের শুরুটা সবাই ভালোভাবে করতে চায়। এক বিশেষ বার্তার মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ২০২৬ সালকে স্বাগত জানাতে গিয়ে তিনি স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে আনুশকাকে নিজের জীবনের আলো হিসেবে বর্ণনা করেছেন কোহলি। লিখেছেন, ‘জীবনের আলো আনুশকা শর্মার সঙ্গে ২০২৬ সালে পা রাখছি।’

ইনস্টাগ্রামে পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যেই কোহলির এই ছবি প্রায় ৪০ লাখ লাইক কুড়িয়ে নেয়। বর্তমানে এই তারকা ক্রিকেটার পরিবারের সঙ্গে কিছুটা নিভৃতে সময় কাটাচ্ছেন। তবে শিগগিরই তিনি ক্রিকেটের মাঠে ফিরতে চলেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের আগে তিনি বিজয় হাজারে ট্রফিতেও অংশ নেবেন।

বিরাট কোহলির ব্যাট সম্প্রতি হাসছে।গেল বছর বেশ কয়েকটি ম্যাচে অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন।‘বুড়ো বয়সে’ বেশ কয়েকটি রেকর্ডের দ্বারপ্রান্তে সাবেক এই অধিনায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।