বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় সাংবাদিক হত্যা মামলার একজন আসামি গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় গুলি করে সাংবাদিক হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে আবদুল গফুর মোল্লা (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আড়ংঘাটা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা আদালতে পাঠানো হয়েছে তাঁকে।

আবদুল গফুর মোল্লা ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের শলুয়া গ্রামের বাসিন্দা। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে দুর্বৃত্তরা গুলি ছোড়ে হত্যা করে সাংবাদিক ইমদাদুল হক মিলনকে। খুলনা থেকে প্রচারিত বর্তমান সময় ডটকম নামের একটি অনলাইন পোর্টালে তিনি কাজ করতেন।

এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আড়ংঘাটা থানায় মামলা করেন মিলনের স্ত্রী রেহানা বেগম। এ মামলায় গফুর মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আড়ংঘাটা থানার ওসি শাহাজান আহম্মেদ। তিনি বলেন, গফুর মোল্লা পলাতক ছিলেন। তাঁকে সাতক্ষীরা থেকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা আছে। তবে মিলন হত্যার বিষয়ে এখনো কিছু স্বীকার করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।