শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্মের নোবেল বিজয়ে ভাগ্য নির্ধারণ যাদের হাতে 

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)। কে পাবেন এই পুরষ্কার, তা নির্ধারণ করবে নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।

নোবেল কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন —

১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস: ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। তিনি মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রাখেন।

২. আসলে তোয়ে : কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলক সহনশীল অবস্থানে আছেন।

৩. অ্যান এঙ্গার : ৭৫ বছর বয়সি সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন।

ট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে যা বলল নোবেল কমিটি

ট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে যা বলল নোবেল কমিটি

৪. ক্রিস্টিন ক্লেমেট: কনজারভেটিভ পার্টির রাজনীতিক ও সাবেক শিক্ষামন্ত্রী। ট্রাম্পের সমালোচক, তিনি লিখেছিলেন—‘ট্রাম্প আমেরিকার গণতন্ত্রকে ভেঙে দিচ্ছেন।’

৫. গ্রি লার্সেন : সাবেক পররাষ্ট্র উপসচিব ও মানবাধিকারকর্মী। নারী অধিকার সংস্থা কেয়ার নরওয়ের প্রধান ছিলেন। ট্রাম্পের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচক।

ট্রাম্প কি নোবেল জিততে পারেন?

নোবেল বিশেষজ্ঞদের মতে, কেবল তখনই তিনি জিততে পারেন, যদি তিনি তার নীতি পরিবর্তন করেন। কারণ বর্তমানে তিনি বিশ্বব্যবস্থাকে দুর্বল করছেন, যা নোবেল কমিটি উচ্চমূল্যায়ন করে। বরং কমিটি মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পারে– অথবা অন্য চমকও দিতে পারে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।