বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাকে আধুনিকায়ন বাসযোগ্য করে গড়তে সংস্কার করতে হবে

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

মো.রিয়াজুল ইসলাম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকা একটি ইতিহাস ও ঐতিহ্যের নগরী।

একে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সমন্বয় করে বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে। ওপর দিয়ে ফ্লাইওভারও যেমন যাবে, আবার নিচেও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াবাজারের ঢাকা সমিতির মিলনায়তনে নগর উন্নয়ন পরিকল্পনায় ঢাকা সমিতি ও রাজউকের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি) এর আয়োজন করে।

পুরান ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, এখনও সময় আছে। আমরা এখনই শুরু করতে পারি। তিলোত্তমা ঢাকা না হোক, আধুনিক বাসযোগ্য ঢাকা আমরা এখনই তৈরি করতে পারব। আমাদের সন্তানরা যেন আলো-বাতাস পায়, স্বাস্থ্যগত সুবিধা পায়, আগুন লাগলে যেন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে। এ বিষয়গুলো আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে।

বিভিন্ন ভবনের বিষয়ে অভিযোগের ভিত্তিতে শুনানিতে হয়রানির বিষয়ে তিনি বলেন, এটা পুরান ঢাকার দিকে বেশি হয়। কোনো বাড়ির বিষয়ে কেউ অভিযোগ দিলে সেটা আইন অনুযায়ী শুনানির ব্যবস্থা করতে হয়। এ সময় এই শুনানিতে ঢাকা সমিতির একজন প্রতিনিধি রাখার ঘোষণা দেন।

ঢাকা সমিতির সভাপতি আলহাজ মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা সমিতির সহসভাপতি এস এম নাজিম উদ্দিন, মহাসচিব আবু মোতালেব, উপদেষ্টা আলহাজ আব্দুস সালাম, সাবেক মহাসচিব এম আবু হুরায়রা প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শাহেদ রেজাউল হক। মূল প্রবন্ধে তিনি নগর পুনঃউন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, পুরান ঢাকার উন্নয়নে কেবল সরকার কিংবা রাজউক অথবা সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না। এ ক্ষেত্রে পুরান ঢাকার মানুষকেও এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।