বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবন এবং দলটির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে তাদের ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায়া রোববার দুপুরে দুজনকে এবং শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- রুহুল আমিন, ওমর ফারুক ও এনাম হামিম। ফারুকের কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে। রুহুল ও ফারুককে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে (ডিএমপি অ্যাক্ট) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। হামিমের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশ। ওই মামলায় আজ তাকেও আদালতে পাঠানো হয়।
গুলশান থানা পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে দুই বন্ধু রুহুল আমিন ও ফারুক ঘোরাফেরা করছিলেন। ছবিও তুলছিলেন তারা। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে ডিএমপি অ্যাক্টে তাদের আদালতে পাঠানো হয়। রুহুল আমিন বেসরকারি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মী। অপরদিকে হামিমকে শনিবার রাত ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। তার গতিবিধিও সন্দেহজনক ছিল।
গুলশান থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, এনাম হামিম দুই-তিন ধরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছিলেন। আটকের পর দাবি করেছেন, তিনি তারেক রহমানের পরিবারের প্রতি দুর্বল রয়েছেন। এ কারণে কার্যালয়ের সামনে ঘুরতে এসেছেন তিনি।
ওসি জানান, হামিমের কাছ থেকে একটি বৈধসহ তিনটি এনআইডি কার্ড ও ব্যাংকের পাঁচটি চেক পাওয়া যায়। তার বাড়ি চাঁদপুরে। হামিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
