বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি পরিবেশ সন্তোষজনক অবস্থা বহাল আছে: সিইসি

সমতল মাতৃভূমি ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: ফাইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের পরিবেশ সন্তোষজনকভাবে অনুকূলে আছে বলে মনে করছেন।

আজ ৫ জানুয়ারি সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত আপিল আবেদন জমার বুথ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেছেন।

সিইসি বলেন, আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো। নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কনভিন্সড, সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে পারবো।

এর আগে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয়।

এখানে ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী বা তাদের প্রতিনিধিরা বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তিনটি আসনে তার জমা দেওয়া মনোনয়নপত্রগুলো বাছাই করা হয়নি।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

তপশিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।